প্রেস বিজ্ঞপ্তি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুজ্জামান।
গতকাল শনিবার তিনি রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ, কামরাখাই, হিলালপুর, মেঘারকান্দি, রৌয়াইলসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এসময় তিনি পূজামণ্ডপের দায়িত্বশীলদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও তরণ সমাজ সেবক মো. নুরুজ্জামান রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ৪ বারের মেম্বার গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা মরহুম তহুর উদ্দিনের কনিষ্ঠ পুত্র।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, সমাজকর্মী কালা মিয়া, দুদু মিয়া, আমিরুল, মুহিবুর, নুর উদ্দিন শিপন, শিপন, তাহের, নাইম, সাহাব উদ্দিন প্রমুখ।