সিন্ধুমনি সরকার রানীগঞ্জ থেকে:; জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে ১৮ মার্চ বাগময়না ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাব এর উদ্যোগে বিরাট এক BPL টি২০ খেলার আয়োজন করা হয় । উদ্ভোধনী ম্যাচে সভাপতিত্ব করেন শিব্বির আহমেদ জুয়েল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মজলুল হক,বিশেষ অতিথি রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, রানীগঞ্জ ইউ,পি সদস্য আব্দুল তাহিদ জুয়েল,মোঃ শহিদুল ইসলাম (বাগময়না), স্বাগত বক্তব্য রাখেন হাজী আকমল হোসেন। খেলা পরিচালনা করেন জাহিদ হাসান এবং রাজু আহমেদ। উদ্বোধনী ম্যাচে আছিমপুর জুনাকী ক্রিকেট ক্লাব বনাম হাড়গ্রাম ক্রিকেট ক্লাব অংশ গ্রহন করে । টসে জয়লাভ করে আছিমপুর জুনাকী ক্রিকেট ক্লাব ব্যাটিং শুরু করে নির্ধারিত ২০ ওভার শেষে ১২৭ রানে অল আউট হয়, ১২৮ রানের টারগেট নিয়ে হাড়গ্রাম ক্রিকেট ক্লাব মাঠে নামে ১৪ ওভারে ৫০ রান করে অল আউট হয় । আছিমপুর জুনাকী ক্রিকেট ক্লাব ৭৭ রানে জয়লাভ করে।
Leave a Reply