স্টাফ রিপোর্টার:: গীতিকবি রাধারমণ দত্তের মৃত্যু শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এক প্রস্তুুতি সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও তথ্য প্রযুক্তি ড. আহমেদ উল্যাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী,জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খান মোহাম্মদ মাইনুল জাকির। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি রফিকুল ইসলাম,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম আব্দুল হাকিম,পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক,রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজলুল হক, সেয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবি দিনুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, জগন্নাথপুর প্রেসক্লাব সভ্পাতি শংকর রায়, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব মানস রঞ্জন রায়, সাবেক পৌর কাউন্সিলর আবু সুফিয়ান ঝুনু,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব, কাউন্সিলর তাজিবুর রহমান, শিক্ষক মোশারফ হোসেন,জগন্নাথপুর শিল্পকলা একাডেমীর সদস্য আব্দুল জব্বার,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, রাধারমণ সমাজ কল্যাণ পরিষদের সভাপাতি রাজা মিয়া,বাউল শিল্পী হারুন মিয়া রাধারমণ সমাজ কল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রুমেন মিয়া প্রমুখ। সভায় সংষ্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্টপোষকতায় তিন দিনব্যাপী রাধারমণ দত্তের মৃত্যু শতবার্ষিকী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুরে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। ৮ নভেম্বর উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুরে আলোচনসভা, সাংষ্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রাধারমণ দত্তের জীবন ও কর্ম নিয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগী আয়োজনের সিদ্ধান্ত হয়। উৎসবকে স্মরনীয় করে রাখতে একটি সংকলন প্রকাশনার উদ্যোগ গ্রহণ করা হয়। এসব কর্মসূচী বাস্তবায়নে উৎসব উদযাপন কমিটির পাশাপাশি বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
Leave a Reply