1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
রাধারমণ দত্তের প্রয়াণ দিবসে পরিকল্পনামন্ত্রী-অচিরেই রাধারমণ কমপ্লেক্স হবে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মা-বাবার বিবাদ যেভাবে শিশুদের বিপথগামী করে কয়ছর এম আহমেদের দেশে ফেরা উপলক্ষে জগন্নাথপুর পৌর যুবদলের প্রস্তুতি সভা জগন্নাথপুরে আড়াই ঘন্টা বন্ধ থাকার পর মিলল পল্লী বিদ্যুৎ শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সমবায়ী শওকতের মৃত্যুতে তাহিরপুর উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের শোক নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ১৪৭ ৭ মার্চ, ১৫ আগস্টসহ আটটি জাতীয় দিবস বাতিল করে আদেশ জারি অবৈধ মজুদদারের ওপর আল্লাহর অভিশাপ কয়ছর এম আহমদের দেশে আগমন উপলক্ষে জগন্নাথপুরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে র‌্যালি ও সভা অনুষ্ঠিত

রাধারমণ দত্তের প্রয়াণ দিবসে পরিকল্পনামন্ত্রী-অচিরেই রাধারমণ কমপ্লেক্স হবে

  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৩৪ Time View

স্টাফ রিপোর্টার::

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন,রাধারমণ দত্তের মতো গুনীজনেরা বাংলার লোক সংস্কৃতি কে সমৃদ্ধ করেছেন।  বর্তমান সরকার রাধারমন দত্তের মতো লোকায়িত গুনীদের  মর্যাদা নতুন প্রজন্মের মধ্যে  তুলে ধরতে কাজ করছে। তিনি বলেন, আমরা রাধারমণ দত্তের স্মৃতি কে অমলিন করে রাখতে জগন্নাথপুরে অচিরেই  রাধারমণ দত্ত কমপ্লেক্স স্হাপন করব। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে রাধারমণ দত্ত কমপ্লেক্স নির্মাণ করা হবে।  তিনি বলেন আওয়ামী লীগ সরকার দেশের শিল্প সংস্কৃতি কে বিকশিত করতে কাজ করে যাচ্ছে অপরদিকে বিএনপি জামায়তজোট এদেশের শিল্প সংস্কৃতি কে ধ্বংস করেছিল। তাই এদেশের কৃষ্টি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা কে ধরে রাখতে হলে আওয়ামী লীগের প্রতি আস্হা রাখতে তিনি জনগণের  প্রতি আহ্বান জানান। পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, বিএনপি জামায়ত হরতাল অবরোধ ডেকে দেশের উন্নয়ন কে থামাতে চায়। তিনি দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ কে আবারও ভোট দেয়ার আহ্বান জানান।
  তিনি গতকাল শুক্রবার রাত সাতটায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামের মাঠে উপজেলা প্রশাসন ও রাধারমন দত্ত সমাজ কল্যান পরিষদের আয়োজনে  মরমি কবি রাধারমণ দত্তের ১০৮ তম প্রয়াণ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে এতে  বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাহাদাত মান্নান অভি,জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম,রাধারমণ দত্তের উত্তরসূরি নিশীথ রঞ্জন দত্ত, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বর্তমান ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন , মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, আওয়ামী লীগ নেতা আকমল খান, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত প্রমুখ শুরুতে স্বাগত বক্তব্য দেন কাউন্সিলর সফিকুল হক। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের গুনী শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এর আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এলজিইডির লেবার কন্ট্রাকটিং সোসাইটির (এলসিএস) ৩০ জন নারী কর্মীদের মধ্যে সঞ্চয়ের ৫১ হাজার ২০২ টাকা করে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে এলজিইডি কার্যালয়ের অফিস সহকারী ধীরেন্দ্র সূত্রধরের পরিচালনায় অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য দেন স্হানীয় সরকার উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com