Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রাণীগঞ্জ গণহত্যা দিবস পালিত

স্টাফ রির্পোটার ::
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজার গণহত্যা দিবস উপলক্ষে সোমবার স্থানীয় শহীদ স্মৃতি সংসদ ও কুশিয়ারা ত্রিয়েটারের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। প্রথমে শহীদের স্মরনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও কালো ব্যাজ ধারন ও কালো পতাকা উত্তোলন কর্মসূচী পালিত হয়। পরে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কুশিয়ারা ত্রিয়েটারের উদ্যোগে এক আলোচনা সভা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলীর সভাপতিত্বে ও কুশিয়ারা ত্রিয়েটারের সদস্য হুমায়ুন তালুকদারের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজলুল হক, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলীম, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তার মিয়া, ইউপি সদস্য মমরাজ হোসেন, আব্দুল তাহিদ জুয়েল, ডাঃ ছদরম্নল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সালেহ আহমদ, স্বাগত বক্তব্য রাখেন কুশিয়ারা ত্রিয়েটারের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে শহীদ স্মৃতি সংসদ পাঠাগারের উদ্যোগে এক স্মরণসভা রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজলুল হকের সভাপতিত্বে ও নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, ডাঃ ছদরম্নল ইসাম, ইউপি সদস্য মমরাজ হোসেন, আব্দুল তাহিদ জুয়েল, যুবলীগ নেতা সোহলে আহমদ ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান হিবলু, ইসলাম আলী প্রমুখ।

 

Exit mobile version