1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
রাজাকারের তথ্য চেয়ে মাইকিং - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
৩১ ডিসেম্বর প্রকাশ হবে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ এবার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক হলেন জগন্নাথপুরের সন্তান সামী জগন্নাথপুরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ জগন্নাথপুরে নলুয়া হাউজিং এস্টেট লিমিটেডের পরিচালনা পরিষদের কমিটি পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে : সারজিস আলম আগামী ১৬ ডিসেম্বরের আগে জুলাই গণহত্যার বিচার শেষ করা হবে: উপদেষ্টা আসিফ নজরুল উত্তর গাজার শেষ হাসপাতালটি পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা জগন্নাথপুরে নলজুর হোল্ডিংস কর্পোরেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হিংসা-বিদ্বেষ যে কারণে ক্ষতিকর শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩ পরিবার

রাজাকারের তথ্য চেয়ে মাইকিং

  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০১৬
  • ৩১০ Time View

আকবর হোসেন, জামালগঞ্জ::মহান মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী ও তাদের এদেশীয় দালাল রাজাকারদের তথ্য সংগ্রহ করতে জামালগঞ্জে মাইকিং করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে জামালগঞ্জের প্রধান বিপণি কেন্দ্র সাচনাবাজার ও জামালগঞ্জ সদর বাজার এলাকায় মাইকিং করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমা-। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অ্যাড. আসাদ উল্লাহ সরকার ও ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদারের পক্ষে মাইকিং করা হচ্ছে বলে প্রচারকালে উল্লেখ করা হয়েছে।
মাইকিং বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় বাঙালি জাতি যখন মা মাটি দেশকে শত্রুমুক্ত করতে বুকের তাজা রক্তে দেশ স্বাধীন করতে যুদ্ধ করে গেছেন তখন দেশকে পাকবাহিনীর হাতে তুলে দিতে এদেশীয় পাকবাহিনীর দালাল রাজাকার, আলবদর, আল শামসরা তাদের সহযোগিতা করে তাদের সাথে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগে মেতে উঠে। দেশকে তারা তুলে দেয় হানাদার বাহিনীর হাতে। ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। আজ সময় এসেছে। যুদ্ধাপরাধীদের বিচার কাজ চলছে। জেলা উপজেলা পর্যায়ের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করছে সরকার। তাই সর্বসাধারণের প্রতি মুক্তিযোদ্ধা সংসদ কমা-ের পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধের সময়কার ঘটনা, রাজাকারদের নাম, তথ্য উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
উপজেলা সদরে এমন মাইকিংয়ের পর থেকে জামালগঞ্জের সর্বত্র আলোচনার ঝড় উঠেছে। অনেকেই ঘটনার বিবরণসহ রাজাকারদের তথ্য দিতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়েছে।
জামালগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অ্যাড. আসাদ উল্লাহ সরকার বলেন,‘ রাজাকারদের তালিকা ও মুক্তিযুদ্ধের ক্ষতিগ্রস্ত পরিবার, শহীদ পরিবারসহ সকলদের কাছ থেকে রাজাকার, আলবদরসহ মুক্তিযুদ্ধের সময় বিরোধিতাকারীদের সকল তথ্য সংগ্রহ করা হবে। তথ্যদাতাদের নাম-পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে। স্বাধীনতা দিবস ২৬ মার্চের মধ্যে উপজেলার সকল তথ্য সংগ্রহ করা হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com