জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিএনপি-জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।
বুধবার (৪ ডিসেম্বর) বিকাল ৪টায় এই সংলাপ শুরু হয়েছে ফরেন সার্ভিস একাডেমি সুগন্ধায়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি রয়েছেন নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি),বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিশ ও বাংলাদেশ খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ (জিওপি) নেতারা এই সংলাপ রয়েছেন।
ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে যুক্ত নিবন্ধিত রাজনৈতিক দলগুলো এই সংলাপে রয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশের চলমান নানা ইস্যুতে নিয়ে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র নেতাসহ সবার কাছে জাতীয় ঐক্যের আহ্বান জানাবেন।
মঙ্গলবার সংলাপের অংশ হিসেবে অধ্যাপক ইউনূস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেন।
রাজনৈতিক দলগুলোর পর বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গেও বসবেন প্রধান উপদেষ্টা।
সুত্র প্রতিদিনের বাংলাদেশ