সিলেট প্রতিনিধি:: মদীনাতুল আল খাইরী ইসলামী ইউকে’র উদ্যোগে দুর্বৃত্তদের হাতে নিহত সিলেটের আলোচিত শিশু শেখ সামিউল হক রাজনের পরিবারকে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে পাকা ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। সোমবার আনুষ্ঠিকভাবে ঘরের উদ্বোধন ও চাবি হস্তান্তর করা হয়। বেলা ১২টায় সদর উপজেলার কান্দিগাঁও বাদেয়ালী গ্রামে রাজনের পিতা শেখ আজিজর রহমানের হাতে ঘরের চাবি তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাদীনাতুল খাইরী আল ইসলামীর চেয়ারম্যান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সেক্রেটারি শায়খ মাওলানা ফয়েজ আহমদ, বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা,বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, যুক্তরাজ্য প্রবাসী রাজনীতিবিদ মাওলানা শরিফ আহমদ, মাওলানা গাজী রহমত উল্লাহ,আলহাজ্ব মাওলানা এমরান আলম,মাওলানা সৈয়দ সাহিদ আহমদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র স্টাফ রিপোর্টার এম আহমদ আলী, হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইদুল ইসলাম দুলাল, স্থানীয় ইউপি সদস্য আব্দুল জাহির মেম্বার, মাওলানা কাজী জুনেদ আহমদ, মাওলানা আবুল হাসান, মুফতি জাকারিয়া ও রাজনের পিতা শেখ আজিজুর রহমান আলম প্রমুখ।
প্রসংগত, গত ৮ জুলাই ’১৫ সিলেটের কুমারগাওয়ে চুরির অভিযোগ এনে নির্মম নির্যাতন করে হত্যা করা হয় বাদেআলী গ্রামের শেখ আজিজুর রহমান আলমের ১৩ বছরের শিশু সন্তান শেখ সামিউল আলম রাজনকে।
Leave a Reply