সামির পল্লব::রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে রাধারমন দত্তের ১০১তম প্রয়ান দিবস উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছেন সুনামগঞ্জের শিল্পীরা। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ঢাকার শিল্পকলা একাডেমিতে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনা। অনুষ্ঠান শুরুর পর থেকেই সুরের মুর্ছনায় উপস্থিত দর্শক-শ্রোতারা যেন প্রকৃতির খোলা হাওয়ায় দোল খচ্ছিলেন। কেউ দাঁড়িয়ে আবার কেউবা বসে সুরের তালে তালে দোলছিলেন। প্রথমেই সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক দেবদাস চৌধুরী রঞ্জন ‘নাইয়ারে আমি নদীর কূল পাইলাম না’, ‘আমার শ্যাম জানি
কই রইল গো’, গান পরিবেশন করলেন। পর একে একে কৃষ্ণ চন্দ ‘পূর্ব দিকে চাইয়া দেখ আর তো নিশি নাই, ‘গুরু উপায় বলো না’, বাউল যোবায়ের বখত সেবুল ‘আমি বড় খুশি হইমুরে, ‘মানুষ তারে চিন রে’, বাউল তছকির আলী ‘আমি চাইনা রাজা হইতে গো, ‘কংসের পীরিতে দিন গেল’, শান্তিময় ভট্টাচার্য্য ‘তরু মূলে বাঁশি কে বাজায় গো’, ‘আমার সোনা বন্ধের লাগিয়া’, বাউল শাহজাহান সিরাজ ‘কাঙাল জানিয়া পার কর’, ‘রাধা আমার এক মাত’, কাসেম আল আজাদ ‘হায়রে সুখের সাথী জগৎ ভরা’, ‘যে দশা ঘটিল গো আমার’, শিপ্রা বৈদ্য ‘ব্রজলীলা সাঙ্গ দিয়া যাই গো’, ‘সখি অন্যে জানে কেমনে গৌরায়’, প্রীতিভূষণ চক্রবর্তী ‘মিলন হইল মিলন হইল গো’, ফারুখ মিয়া ‘বন্ধু বাঁশি মন উদাসী করলো’, মাকসুদুর রহমান দিপু ‘কাঙাল জানিয়া পার কর’, মনিরুজ্জামান মনির ‘নিশির স্বপনে শ্যামের রূপ’, সন্তোষ ‘হরির নাম লিখিয়া দিও অঙ্গে’, মিলন রানী তালুকদার ‘‘ঝুম ঝুম ঝুমকা বাজে’, পুষ্কুরিনীর চাইর পারে’, নিপা সূত্রধর ‘কার নাম রাধা গো’, শুনছনি সখি গোবাঁশির মধুর গো’, চিনু চক্রবর্তী ‘সুখের নিশি প্রভাত হইয়া যায় গো’ গান গেয়ে রাজধানীর দর্শকদের মাটির ছোঁয়ায় মোহাবিষ্ট করে রাখলেন।
এছাড়াও জগন্নাথপুর উপজেলার মো. ফয়সাল গনি ‘শ্যাম বন্ধু দেখা দেও’, ‘অধম জানিয়া’, মো. মোশারফ হোসেন ‘মন চোরা তুই হরি’, ‘ও প্রাণ সখি গো নিশি গত’, ইন্দ্রজিৎ সূত্রধর ‘ও মন ভাবছ কিরে বইয়া’, ‘কেন গো রাই মান কইরাছো’ দলীয় সংগীত ‘ প্রাণ সখিরে ওই শোন কদম্ব তলে’, পিরীতি বিষম জ্বালা’, পরিবেশন করে উপজেলার মন্দিরা শিল্পীগোষ্ঠী। এছাড়াও ধামাইল দল গেয়ে শোনান ‘প্রথম বন্দনা যে করি’, ‘আমরা ভইরে আনলাম’, ‘শোন গো পরান সই’ এমনসব বিখ্যাত গান পরিবেশন করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় আন্তর্জাতিক রাধারমন একাডেমীর ‘বাঁশিতে ধইরা মারল টান’, ‘শোন গো পরান সই’ গানের মধ্যে দিয়ে। এরপর স্বাগত বক্তব্য রাখেন ভারতের বেসরকারি টিভি চ্যানেল তারা টিভি’র প্রধান দিপঙ্কর নাগ ও রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।
এদিকে অনুষ্ঠানের প্রথম দিন বৃহস্পতিবার রাতে উৎসবের উদ্বোধন করেন চিত্রশিল্পী রফিকুন নবী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ও ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী ও সংগীত শিল্পী আকরামুল ইসলাম।
অনুষ্ঠানে ‘স্মৃতিসত্তায় রাধারমণ’ শীর্ষক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন হয়।
সাংস্কৃতিক পরিবেশনার পর্বে শাহনাজ বেলী, দলীয় সংগীত পরিবেশন করে লোকাঙ্গণ। দীপা খন্দকারের পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করে দিব্য। আবৃত্তি শোনান রূপা চক্রবর্তী।
আজ শনিবার তিনদিনব্যাপী উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।
সূত্র সুনামগঞ্জের খবর
Leave a Reply