জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকরের পর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশ দাফনে রাউজানে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
রোববার সকাল রাউজানের গহিরা গ্রামের সাকা চৌধুরীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
রাউজানে ৯টা ১৫ মিনিটে লাশবাহী গাড়ি পৌঁছায়। সকাল সাড়ে ৯টায় জানাযা সম্পন্ন হয়। স্থানীয় মসজিদ প্রাঙ্গনে তার জানাযা নামাজ পড়ান ফটিকছড়ির মাদ্রাসা শিক্ষক মাওলানা মুহিববুল্লাহ বাবুনগরী। জানাজায় ব্যাপক মুসুল্লির সমাগম হয়। রাউজান প্রতিনিধি আবু তায়েব চৌধুরী জানান, জানাযার মাঠ কানায় কানায় পূর্ণ ছিল। মাঠের বাইরেও স্থানীয় অনেক মানুষ জানাযায় অংশ নেন।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, সাকা চৌধুরীর প্রয়াত ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
শনিবার রাত ১১টার পর থেকে পুলিশ-র্যাব ও এপিবিএন সদস্যদের সেখানে অবস্থান নেয়।
এছাড়া গহিরা গ্রামে সাকাদের বাড়ি ‘বাইতুল বিলাল’র সামনে, গহিরা বাজার ও রাউজানের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা যায়।
প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে সাকার ফাঁসি কার্যকর করা হয়। এরপর লাশ নিয়ে রাউজানের উদ্দেশে রওনা হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।