জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশে গরুর মাংসের দাম কেজি প্রতি ৪৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বোল্ডার বা বিদেশি গরু বা মহিষ ৪৪০ টাকা, খাসি ৭২৫ টাকা ও ভেড়া বা ছাগলের মাংস ৬২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে রোজার মাসে রাজধানীতে মাংসের দাম নির্ধারণ করে দিয়ে সিটি করপোরেশন বলেছে, কেউ অতিরিক্ত দাম রাখলে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার দুপুরে মাংস ব্যবসায়ী সমিতির সঙ্গে এক মতবিনিময় শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন এ দাম ঘোষণা করেন।
মেয়র জানান, নতুন এ নির্ধারিত দাম ১ রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত প্রযোজ্য হবে। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং টিম গঠন করা হবে। টিম কোথাও কোনো অনিয়ম পেলে আইনানুগ ব্যবস্থা নেবে।
এ সময় সাঈদ খোকন বলেন, আমরা সব ব্যবসায়ীদের সঙ্গে বসেছি যাতে কোনো ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে ভোগান্তিতে না ফেলতে পারে।