Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রমজানের প্রস্তুতি নিন

রাশিদ রিয়াজ : এবার রমজানে আমাদের মধ্যে যাদেন পবিত্র কোরআনের যেসব সুরা অর্থ সহ পড়া হয়নি তারা তা পড়ে ফেলুন। কারণ রমজানে স্বাভাবিকভাবে আমাদের মন অনেকটা ধর্ম অনুসন্ধানী হয়ে ওঠে। বাড়তি এবাদতের সুযোগ পাওয়ার ফলে এটা হয় যা অন্য সময় ব্যস্ততার ফাঁকে করা সম্ভব হয়ে ওঠে না। আমাদের সবার হাতে মোবাইল ফোন। ইউটিউবে পবিত্র কোরআনের অর্থসহ সুরা শোনার এ এক বিশেষ সুযোগ। সেহরি খেতে একটু আগে উঠলে অন্তত কোনো সুরার কয়েকটি আয়াত অর্থ সহ শুনতে পারেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরির বিশেষ সুযোগ পাওয়া যায় রমজানে। কারণ রোজা রাখা অবস্থায় আমাদের মন ও সার্বিক পরিবেশ অন্য সময়ের তুলনায় অনেকটা কোরআন ও হাদিস জেনে বুঝে নেয়ার অনুকূলে থাকে। আরবি অর্থ না জানার কারণে আমরা অনেকে মসজিদে যেয়ে নামাজ পড়লেও সুরার অনেক অর্থ, খুৎবা বা বয়ানের মানে পুরোপুরি বুঝে উঠতে পারি না। রমজান মাসে তা বুঝে ওঠার কিছুটা বাড়তি সময় পাওয়া যায়। এবং তা কাজে লাগালে বছরের বাকি সময় তা আপনার জন্যে চলার পথে নিদর্শন হয়ে উঠতে পারে।আমাদের সময়

Exit mobile version