1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
রমজানের প্রস্তুতির মাস রজব - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন

রমজানের প্রস্তুতির মাস রজব

  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৫০ Time View

পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আসমান-জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহর কিতাবে (লৌহ মাহফুজে) মাসগুলোর সংখ্যা হলো বারো। এর মধ্যে চারটি নিষিদ্ধ মাস। এটা হলো সুপ্রতিষ্ঠিত দ্বীন। কাজেই ওই সময়ে নিজেদের ওপর জুলুম করো না…।’ (সুরা তওবা, আয়াত: ৩৬)

আয়াতে উল্লিখিত চারটি মাস হলো জিলকদ, জিলহজ, মহররম ও রজব। এই চার মাসকে আশহুরুল হুরুম তথা সম্মানিত মাসও বলা হয়। রজব মাস চারটির অন্যতম। রজব অর্থ সম্মানিত। এ মাসের অনন্য গুরুত্ব রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বারো মাসে এক বছর। এর মধ্যে চারটি সম্মানিত। তিনটি ধারাবাহিক যথা—জিলকদ, জিলহজ ও মহররম, অন্যটি রজব।

রমজানের প্রস্তুতির মাস : রমজানের আগমনি বার্তা পৌঁছে দেওয়ার মাস রজব। এ মাসেই রমজানের প্রস্তুতি নিতে হয়। শরীর ও মনকে রমজানের জন্য প্রস্তুত করতে হয়। রজবের চাঁদ দেখা গেলেই রাসুলুল্লাহ (সা.) রমজানের জন্য মানসিকভাবে প্রস্তুতি শুরু করতেন। আনাস (রা.) বলেন, ‘যখন রজব মাস শুরু হতো, নবি (সা.) তখন একটি দোয়া পাঠ করতেন—বাংলা উচ্চারণ: ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, ওয়াবাল্লিগনা রমাদান।’ বাংলা অর্থ: ‘হে আল্লাহ! আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিন।’ (আল-মুজামুল আওসাত, হাদিস: ৩৯৩৯)
রজব মাসে প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা রাখা যেতে পারে। এর দ্বারা নবিজির সুন্নতের আমল হবে। পাশাপাশি রমজানে দীর্ঘ এক মাস রোজা রাখার জন্য নিজেকে প্রস্তুত করার মাধ্যম হবে। তবে এ মাসে নির্দিষ্ট আমল নেই। এ মাসে বিশেষ নামাজ এবং রোজা আছে বলে সমাজে যে প্রচলন আছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।

ভিত্তিহীন আমল ও কুসংস্কার : অনেকে রজব মাসে ইবাদতের নামে এমন আমল করে, যা নিষিদ্ধ এবং শরিয়তে যার ভিত্তি নেই। রজব মাসে শবে মেরাজ নিয়ে আমাদের সমাজে বহু কুসংস্কার রয়েছে। শবে মেরাজের রাতে নির্ধারিত কোনো আমল নেই। এদিকে মিরাজের সঠিক তারিখ নিয়ে ইতিহাসবিদদের মাঝে রয়েছে বিস্তর ফারাক। তবে এ রাতে ইবাদত বা পরদিন রোজা রাখাতে কোনো অসুবিধা নেই।

রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নেওয়া উচিত। রাসুলুল্লাহ (সা.) এই মাস থেকেই রমজানের প্রস্তুতি হিসেবে বিশেষ বিশেষ আমল করতেন। দোয়া করতেন। রমজানের কামনা-বাসনা করতেন।  সাহাবিদের মাঝে এ মাসে আমলের নতুন পরিবেশ সৃষ্টি হতো। আমলের মোহনায় ভাসত পুরো সমাজ। কেমন যেন কানে বাজত রমজানের আগমনি ধ্বনি।

সৌজন্যে খবরের কাগজ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com