ইবাদতের শ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান। রোজা আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত। তিনি নিজেই এর প্রতিদান দেবেন। পবিত্র রমজান মাসে ইবাদতের ফজিলতও অনেক বেশি। একটি নফল ইবাদতে মেলে ফরজের সওয়াব এবং ফরজে মেলে আরও ৭০ গুণ বেশি সওয়াব। যে ব্যক্তি এমন ফজিলতপূর্ণ মাসে নিজেকে পাপাচার থেকে বিরত রাখতে পারে না এবং অতীতের গুনাহ মাফ করিয়ে নিতে পারে না, তার চেয়ে হতভাগা আর কেউ নেই।
মহানবী হজরত মুহাম্মদ (সা.) একদিন মসজিদের মিম্বারে পা রেখে বলে উঠলেন, ‘আমিন।’ এভাবে পরের দুই কদমেও আমিন বললেন। সাহাবায়ে কেরাম অবাক হলেন। তারা রাসুলের এমন কাণ্ড আগে কখনো দেখেননি। খুতবা শেষ হলে তিনি মিম্বার থেকে নামলেন। সাহাবায়ে কেরাম কৌতূহলী হয়ে জানতে চাইলেন, ‘হে আল্লাহর রাসুল, আপনাকে তো আগে কখনো এমনটা করতে দেখিনি। আজ কেন এমন অদ্ভুত আচরণ করলেন?’
জবাবে রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরাইল (আ.) উপস্থিত হয়ে বললেন, ‘ধ্বংস হোক ওই ব্যক্তি, যে রমজান মাস পেয়েও অতীতের গুনাহ মাফ করাতে পারল না। তখন আমি বললাম, আমিন। এরপর যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরাইল (আ.) বললেন, যার সামনে আপনার নাম পেশ করা হয়েছে এবং সে আপনার ওপর দরুদ পড়েনি, সেও ধ্বংস হোক। তখন আমি বললাম, আমিন। এরপর আমি যখন সর্বশেষ তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরাইল (আ.) বললেন ‘এবং ওই ব্যক্তিও ধ্বংস হোক, যে তার বাবা-মায়ের কাউকে বার্ধক্য অবস্থায় পেয়েও তাঁদের সেবাযত্ন ও খেদমত করে জান্নাতের মালিক হতে পারল না। তখন আমি বললাম আমিন।’ (বায়হাকি: ১৫৭২)