নিজস্ব প্রতিবেদক- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা শিক্ষক দম্পতির মেয়ে পূর্বা দে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে রবীন্দ্র সঙ্গীতে খ বিভাগে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্হান অর্জন করেছে। সোমবার ঢাকার নিউ মার্কেট টিচার্স ট্রেনিং কলেজ এ প্রতিযোগিতা ও ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়। পূর্বা দে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও সিলেট বেতারের শিল্পী। উপজেলার ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা কমিটির শিক্ষক প্রতিনিধি রূপক কান্তি দে ও ওয়ারিদ উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপ্পী রানী দে’র ছোট মেয়ে। পূর্বা দে এর সাফল্যে জগন্নাথপুরের সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের বন্যা বইছে। বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে।