আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:: যুক্তরাজ্য যুবদল অনুমোদিত কমিটি প্রত্যাখান করে রচডেল যুবদলের পাল্টা কমিটি গঠন করা হয়েছে। গত ১১ মে রচডেল যুবদলের উদ্যোগে রচডেল এর বিএসিপি কমিউনিটি হলে অনুষ্ঠিত এক সভায় এই পাল্টা কমিটি গঠন করা হয়। সভায় তৃণমূল নেতাদের মতামত ও দলের জন্য নিবেদিত নেতাকর্মীদের উপেক্ষা করে যুক্তরাজ্য যুবদল কর্তৃক অনুমোদিত কমিটি প্রত্যাখান করা হয় এবং রচডেল যুবদলের সকলের মতামতের ভিত্তিতে সদরুল ইসলাম তাজ‘কে আহবায়ক এবং মোঃ কাইয়ুম আহমদ‘কে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট রচডেল যুবদলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। সেলিম উদ্দিনের কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় সদরুল ইসলাম তাজের সভাপতিত্বে ও আব্দুল কাইয়ুমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও রচডেল বিএনপির আহবায়ক মোঃ জয়নাল আবেদিন। বক্তব্য রাখেন রচডেল বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মিজান,রচডেল জিয়া পরিষদের সদস্য সচিব ফখরুল ইসলাম,রচডেল জাসাসের আহবায়ক হাবিবুর রহমান দুলাল ও সদস্য সচিব আজির উদ্দিন,রচডেল তরুণদলের আহবায়ক আজিজুর রহমান ও সদস্য সচিব সৈয়দ মোসারফ হোসেন,মোঃ সেলিম উদ্দিন,রচডেল বিএনপির সিনিয়র সদস্য আশরাফ আহমদ,হাজি সামসুদ্দিন,সৈয়দ ছরকুম ইসলাম,মহি খাঁন,সৈয়দ জনাব আলী প্রমুখ।