রাকিল হোসেন:নবীগঞ্জ সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে কুপিয়ে ক্ষত বিক্ষত করেছে তার পাষন্ড স্বামী দিলাওর। গুরুতর আহত অবস্থায় তামান্না বেগম (২২) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৯টায়।
জানাযায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাও গ্রামের কৃষক ছায়েদ মিয়ার কন্যা তামান্না বেগমকে প্রায় বছর চারেক পুর্বে সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের ফারুক মিয়া ছেলে দিলাওর হোসেন দিলাওরের নিকট বিবাহ দেয়া হয়। বিয়ের কিছু দিন যেতে না যেতেই বিভিন্ন ভাবে শশুর বাড়ীর লোকজনের কাছ যৌতুক হিসেবে বিভিন্ন পরিমানে টাকা আদায় করে। ইদানিং কিছু দিন ধরে আবারো স্বামী দিলাওর ব্যবসার কথা বলে আরো প্রায় ২০ হাজার টাকা দাবী করে। এতে তামান্নার পরিবার দাবীকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন। এরই জের ধরে গতকাল রবিবার সকালে তুচ্ছ ঘটনার উপর ভিত্তি করে তামান্নাকে ধারালো অস্ত্র দিয়ে কুপি ক্ষত বিক্ষত করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্বার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসেন।
Leave a Reply