Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যৌতুকের জন্য গৃহবধুকে ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে আগুন!

রাকিল হোসেন নবীগঞ্জ :নবীগঞ্জের পল¬ীতে যৌতুকের জন্য রোমানা নামে এক গৃহবধুকে ঘুমন্ত অবস্থায় তার বাবার বাড়িতে পাষন্ড স্বামী গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে স্ত্রীর পুরো শরীর দগ্ধ করে দিয়েছে। ঐ গৃহবধুকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থার অবনতি হলে মুমুর্ষ অবস্থায় বৃহস্পতিবার রাত ৯ টায় তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়েছে।
জানাযায় নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ছিট ফরিদ পুর গ্রামে আব্দুর রহিমের কন্যা রোমানা বেগম (২৩) যৌতুকের নির্যাতনের জন্য তার বাবার বাড়ি আসলে রক্ষা হয়নি। গত বুধবার রাতে তার পাষন্ড স্বামী নানু মিয়া(৩৫) ঘুমন্ত অবস্থায় রোমেনার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এসময় রোমানার চিৎকারের পরিবারের লোকজন জেগে উঠে দেখেন মুহুর্তের মধ্যেই পেট্রোল ঢেলে লাগানো আগুনে পুড়ে দগ্ধ হয়ে যায়। তাৎক্ষনিক ভাবে গৃহবধুকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থার অবনতি হলে মুমুর্ষ অবস্থায় রাত ৯ টায় তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়। এব্যাপারে নবীগঞ্জ থানায় রোমানাকে দেখিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। আগুনে ভষ্মিভূত রোমানার এক বছরের তাসলিমা নামে একটি কন্যা সন্তান রয়েছে। তার স্বামীর বাড়ি বালাগঞ্জ উপজেলার কালনীচর গ্রামে। ঐ গ্রামের ছালিক মিয়ার পুত্র নানু মিয়াকে ভালবেসে দুইবছর আগে বিয়ে করে। পরে স্বামী নানু যৌতুকের জন্য মারপিট করলে রোমানা কিছু দিন পূর্বে বাবার বাড়ি চলে আসে। গতকাল রাতে স্বামী এখানে এসে আবার ভালবাসার অভিনয় করে ঘরে ডুকে তার হাত পায়ে ধরে বলে আর মারপিট করবে না। সে তাকে ভালবাসে তাই নিতে এসেছে। তখর সহজ সরল রোমানা তাকে রাতে বাবার ঘরে থাকার জন্য বলে। রাতে ঘুমিয়ে পড়লে স্বামী গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।
এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খান বলেন, এখনো তারা মামলা দেয়নি। আমাদের কে ঘটানাটি জানানো হয়েছে।

Exit mobile version