জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
ভারতের গোয়ারের একটি গ্রামে প্রকাশ্যে চুম্বনের জ্বালায় নাজেহাল এলাকার মানুষ। যুগলের কাণ্ড-কারখানায় অস্বস্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে
তাই ওই গ্রামে প্রকাশ্য চুম্বন নিষিদ্ধ করা হয়েছে।
পানাজি থেকে খানিক দূরেই রয়েছে সালভোদোর দো মুন্ডো নামেই এই ছোট্ট গ্রামটি। গোয়ার ঘুরতে এসে পর্যটকরা আকছাড়া আসেন এই গ্রামে পিকনিক করতে আসে। কিন্তু পিকনিকের পাশে বসে মদের আসর। চলে প্রকাশ্যে অশ্লীলতা।
গ্রামের ডেপুটি সরপঞ্জ রীনা ফর্নান্ডেজ বলেন, এই গ্রামে বহু অনাকাঙ্খিত ঘটনা ঘটে। যার ফলে অস্বস্তির মধ্যে পড়তে হয় গ্রামের মানুষকে। তাই বাধ্য হয়েই গ্রামে প্রকাশ্যে চুম্বন নিষিদ্ধ করা হয়েছে। চলতি মাসের শুরুতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়
তবে এদিনই এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানান তিনি। প্রকাশ্যে চুমু খাওয়ার পাশাপাশি মদ খাওয়া, জোড়ে মাইক বাজানো এবং বনভোজনও নিষিদ্ধ করা হয়েছে।
Leave a Reply