1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা রয়েছে-আইজিপি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা রয়েছে-আইজিপি

  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৯ Time View

স্টাফ রিপোর্টার
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশের চারদিকে উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ছোঁয়া বাংলাদেশ পুলিশেও এসে লেগেছে। বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেগুলো আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে।
তিনি আরও বলেন, জঙ্গিবাদ সন্ত্রাসবাদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্স নীতি সেই নীতিতে কাজ করে পুলিশ বাংলাদেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। যা বিদেশী বিনিয়োগকে আকর্ষন করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনায় পুলিশ বাহিনীর সকল ইউনিট এখন খুবই শক্তিশালী। দেশ ও জনগণের কল্যাণে পুলিশ সার্বক্ষণিক সচেতন রয়েছে।
শুক্রবার সকালে শাল্লা থানার ও স্টুডিও এপার্টমেন্টের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পুলিশ দীর্ঘদিন যাবৎ নির্বাচন নিয়ে কাজ করছে। এমনকি নির্বাচনে আইনশৃঙ্খলা কিভাবে রক্ষা করতে হয়, সেই বিষয়ে পুলিশের অভিজ্ঞতা রয়েছে। আগামী দিনে যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মদ, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com