রমজান—এ যেন এক বসন্ত। বসন্ত এসে যেমন পৃথিবীকে রাঙিয়ে দেয়, ফুলে ফুলে সাজিয়ে তোলে, তেমনি রমজান আসে আমাদের সাজিয়ে দিতে। পরিশুদ্ধ করতে। এ ইবাদতের বসন্ত আমরা যেন অবহেলা না করি। রাসুলুল্লাহ (সা.) বলতেন, ‘তোমাদের দ্বারে বরকতময় রমজান এসেছে।’ এরপর গুরুত্ব বোঝাতে বলতেন, ‘আল্লাহতায়ালা তোমাদের জন্য রোজা পালন ফরজ করেছেন। এ মাসে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো। অভিশপ্ত শয়তানকে বন্দি করে দেওয়া হয়। এ মাসে রয়েছে একটি রাত, যা হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ। যে এ কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে মূলত সব কল্যাণ থেকে বঞ্চিত হলো।’ (নাসায়ি, হাদিস: ২১০৬)
ইমান আনার পর বান্দার জন্য অবশ্যই পালনীয় একটি বিষয় হলো রোজা। এ রোজাকে আমরা অনেকভাবে বলে থাকি। কেউ বলি রোজা, কেউ বলি সাওম। কেউ বা আবার সিয়াম বলে থাকি। তবে কোনটা সঠিক?
সবই সঠিক, ভাষা ভিন্ন। কোনো শব্দই ভুল নয়। রোজা মূলত ফারসি শব্দ। রুজে থেকে নির্গত। আরবিতে রোজাকে সাওম বা সিয়াম বলা হয়। সাওম একবচন আর সিয়াম বহুবচন। যার শাব্দিক অর্থ হচ্ছে কোনো কাজ থেকে বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার, পাপাচার এবং সেই সঙ্গে যাবতীয় ভোগ-বিলাস ও অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকার নাম রোজা।
পাঁচ ধরনের কাজ করার দ্বারা রোজা ভেঙে যায়। যথা—
১. সহবাস করা। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ৯১৩১)
২. ইচ্ছাকৃতভাবে পানাহার করা। (আদ্দুররুল মুখতার, হাদিস: ২/৪০৯-৪১০)
৩. ইচ্ছা করে বীর্যপাত ঘটানো। (আদ্দুররুল মুখতার, হাদিস: ২/৩৯৯)
৪. ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করা। (তিরমিজি, হাদিস: ৭২০)
৫. নারীদের হায়েজ (মাসিক) ও নেফাস (প্রসূতি অবস্থা) শুরু হলে। (আলমুহিতুল বুরহানি, হাদিস: ১/৪০১)
যেসব কারণে রোজা ভাঙে না—
১. অনিচ্ছাকৃত গলার ভেতর ধুলাবালি-ধোঁয়া অথবা মশা-মাছি প্রবেশ করা। (বুখারি, হাদিস: ১/২৫৯)
২. অনিচ্ছাকৃত কানে পানি প্রবেশ করা। (আলমাওসুআতুত তিব্বিয়া আলফিকহিয়া, পৃষ্ঠা: ৬২৪)
৩. অনিচ্ছাকৃত বমি আসা অথবা ইচ্ছাকৃত অল্প পরিমাণ বমি করা (মুখ ভরে নয়)। (তিরমিজি, হাদিস: ৭২০)
৪. বমি আসার পর নিজে নিজেই ফিরে যাওয়া। (রদ্দুল মুহতার: ২/৪১৪)
৫. চোখে ওষুধ বা সুরমা ব্যবহার করা। (আবু দাউদ, হাদিস: ২৩৭৮)
৬. ইনজেকশন নেওয়া। (কিতাবুল আসল: ২/১৫০)
৭. ভুলক্রমে পানাহার করা। (মুসলিম, হাদিস: ১১৫৫)
৮. সুগন্ধি ব্যবহার করা বা অন্য কিছুর ঘ্রাণ নেওয়া। (মাবসুতে সারাখসি: ৩/৬৭)
৯. নিজ মুখের থুতু, কফ ইত্যাদি গলাধঃকরণ করা। (রদ্দুল মুহতার: ২/৪১৪)
১০. শরীর ও মাথায় তেল ব্যবহার করা। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক: ৪/৩১৩)
১১. ঠাণ্ডার জন্য গোসল করা। (বাদায়েউস সানায়ে: ২/২৬৮)
১২. দিনের বেলায় ঘুমের মধ্যে স্বপ্নদোষ হওয়া। (আদ্দুররুল মুখতার: ২/৩৯৬)
১৩. মিসওয়াক করা। যদিও মিসওয়াক করার দরুন দাঁত থেকে রক্ত বের হয়। তবে শর্ত হলো, গলার ভেতর যাতে না পৌঁছায়। (বাদায়েউস সানায়ে: ২/২৬৮)
১৪. স্ত্রীর দিকে তাকানোর কারণে বীর্যপাত হলে। (বুখারি, হাদিস: ১/২৫৮)
১৫. দাঁতের ফাঁকে আটকে থাকা গোশত খেয়ে ফেললে (যদি পরিমাণে কম হয়, ছোলার দানার চেয়ে কম পরিমাণ হয়, তখন ভাঙবে না। (ফাতওয়ায়ে হিন্দিয়া: ১/২০২)
যেসব কারণে রোজা মাকরুহ হয়—
১. বিনা ওজরে কোনো জিনিস মুখে দিয়ে চিবানো। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ৯২৭৭)
২. গরমের কারণে বারবার কুলি করা। (রদ্দুল মুহতার, ২/৪১৯)
৩. টুথ পাউডার, পেস্ট, কয়লা বা অন্য কোনো মাজন দ্বারা রোজার দিনে দাঁত পরিষ্কার করা। (ইমদাদুল ফাতাওয়া: ২/১৪১)
৪. বিনা ওজরে জিহ্বা দ্বারা কোনো বস্তুর স্বাদ গ্রহণ করা। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৯২৭৭)
৫. বদমেজাজি স্বামীর জন্য স্ত্রীর তরকারির স্বাদ গ্রহণ করার অনুমতি আছে। (রদ্দুল মুহতার: ২/৪১৬)
৬. রোজা অবস্থায় কারও গিবত (পরচর্চা, পরনিন্দা) করা। (বুখারি, হাদিস: ১৯০৪)
৭. মিথ্যা বলা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া।
৮. অশ্লীল বাক্য উচ্চারণ করা কিংবা পাঠ করা। (ইবনে হিব্বান, হাদিস: ৩৪৭৯) ৯. ঝগড়া-বিবাদ করা। (বুখারি, হাদিস: ১৯০৪)
সৌজন্যে খবরের কাগজ