বাদল চন্দ্র দাস: শাল্লা (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও সজিব ওয়াজেদ জয়ের ছবি সহকারে সাটানো পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন স্থানে লাগানো পোষ্টার ছিড়ে ফেলেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। উপজেলা আওয়ামীলীগের অফিসের পোস্টারও এমনিভাবে ছিড়ে ফেলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শাল্লা উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছে। এরই আলোকে শাল্লা ইউনিয়নের শ্রীহাইল গ্রামের মোতালেব চৌধুরী ছেলে ও সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু য্বু পরিষদের সদস্য জাহাঙ্গীর চৌধুরী গত ২৩ ফেব্রুয়ারী শাল্লা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি শাল্লা থানায় জিডি নং- ৬৬০, তারিখ ২৩-০১-২০১৬ হিসেবে রেকর্ডভূক্ত হয়। উল্লেখ্য, ওই পোষ্টারে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দেরও ছবি ছিল।