স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া নিবাসী, যুক্তরাজ্য ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী আজাদ মঞ্জিল রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী প্রবীণ মুরব্বী ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবা আজাদ এর পিতা আবুল কালাম আজাদ মিয়া (৮৫) মঙ্গলবার সকালে ইন্তেকাল(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছেন।
আবুল কালাম আজাদ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের সরকারের মাননীয় অর্থ প্রতিমন্ত্রী এম. এ. মান্নান এমপি। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এছাড়াও তার মৃত্যতে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দীন আহমদ কামরান, সাধারন সম্পাদক আসাদ উদ্দীন আহমদ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মাসুক উদ্দীন আহমদ, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, বিশিষ্ট রাজনীতিবিদ রোটারিয়ান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান , যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ অমি, সাবেক ছাত্রনেতা রাহাত তরফদার, আবাদুল হাই আল হাদী, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রূম্মান, সাধারন সম্পাদক আব্দুল আলীম তুষার, সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, মহানগর ছাত্রলীগ নেতা হোসাইন মুহাম্মদ সাগরসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মরহুমের যানাজার নামাজ বুধবার বাদ জোহর নগরীর ইসলামপুর মেজরটিলা বাজার মসজিদে অনুষ্ঠিত হবে।
Leave a Reply