স্টাফ রিপোর্টার:: যুবলীগ নেতা মাছুম মিয়ার নামে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করতে মাঠে নেমেছে। জানা গেছে,সম্প্রতি যুবলীগ নেতা মাছুম মিয়ার নামে ফেসবুকে ফেইক আইডি ব্যবহার করে মিথ্যা কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে একটি মহল। সম্প্রতি ছাত্রলীগ নেতা আবু হেনা রনি তার নিজস্ব আইডি থেকে যুবলীগ নেতা মাছুম মিয়ার নামে ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়ে স্ট্যাাটাস প্রদান করলে দুর্বৃত্তরা উক্ত স্ট্যাটাসে কমেন্ট দিয়ে পূনরায় অপপ্রচার করে। ফেইক আইডিগুলো হলো জগন্নাথপুর উপজেলা আওয়ামী যুবলীগ,গুড বয়,ছোট কানচি,আমি প্রতিবাদ করতে জানি ইত্যাদি। এতে সামাজিক ও মানসিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্ঠা করা হয় বলে সোমবার জগন্নাথপুর থানায় দায়েরকৃত অভিযোগে মাছুম মিয়া উল্লেখ করেন। যুবলীগ নেতা মাছুম মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান,আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা এমন অপপ্রচার করছে। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগটি আমরা প্রাথমিকভাবে সাধারণ ডায়েরি হিসেবে নিয়েছি। তদন্তক্রমে অপরাধী সনাক্ত করার পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা নেব। তিনি বলেন, সাম্প্রতিককালে উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে ফেসবুকে ফেইক আইডি ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে যা সনাক্ত করতে পুলিশ কাজ করছে। তিনি বলেন,এসব অপরাধী সনাক্ত করতে প্রযুক্তির বিভিন্ন বিষয়ে পুলিশ কাজ করছে। আশা করছি শ্রীঘ্রই এদের সনাক্ত করে আইনের আওতায় আনা যাবে।