আমিনুল হক ওয়েছ : গ্রেটার ম্যানচেস্টার যুবলীগের উদোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ম্যানচেষ্টারের স্থানীয় বাংলাদেশ এসোসিয়েশনের কনফারেন্স হলে, ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবলীগের সভাপতি সামসু মিয়া। সংগঠনের সাধারন সম্পাদক জামাল উদ্দিন কাউছার এর পরিচালনায় সভায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ জারিফ কাইয়ুম। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার সভাপতি সুরাবুর রহমান, প্রধান বক্তা যুক্তরাজ্য আওয়ামীলীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার সাধারন সম্পাদক এডঃ মীর গুলাম মস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার যুগ্ম সম্পাদক রুহুল আমীন রুহেল ও সাংগঠনিক সম্পাদক গাওছুল ইমাম চৌধুরী সুজন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলী স্বেচ্ছাসেবক লীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার সভাপতি আমিনুল হক ওয়েছ, মিসবা উদ্দিন সায়েম, সৈয়দ আমিনুর রশিদ খুকন, জহিরুল ইসলাম পাভেল, ফুরকানুর রহমান চৌধুরী সাগর, আলী হুসেন, জয়নাল আবেদিন জয় প্রমুখ।
বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্যের উপর আলোচনা করে দেশ ও জাতির কল্যাণে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান।