জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম। যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী স্বপরিবারে পবিত্র হজ পালন করতে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সৌদি আরবে যাওয়ার প্রাক্কালে আনোয়ারুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে যান।
যুবলীগের দপ্তর সম্পাদক আনিসুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ যাত্রার আগে ওমর ফারুক চৌধুরী সময় স্বল্পতার কারণে সবার সঙ্গে যোগাযোগ করে যেতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ওমর ফারুক চৌধুরী পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা পর্যন্ত আনোয়ারুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জের নাচলে জন্ম নেওয়া আনোয়ারুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগে যুক্ত হওয়ার মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নেওয়া আনোয়ার বর্তমানে যুবলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য।