আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ ফজলে শামস পরশ। তিনি যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে।
আজ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে তার নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্ববায়ক চয়ন ইসলাম যুবলীগের নতুন চেয়ারম্যান হিসেবে ফজলে শামস পরশের নাম প্রস্তাব করেন। আর এতে সমর্থন জানান কমিটির সদস্য সচিব হারুনুর রশিদ।
এছাড়া এ পর্যন্ত সাধারণ সম্পাদক পদের জন্য ছয়জনের নাম প্রস্তাব করা হয়েছে। তারা হলেন- মহি, নিখিল, অ্যাডভোকেট বেলাল, সুব্রত, মনজুর আলম শাহিন ও ইকবাল মাহমুদ বাবলু।