Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যুবদল নেতার বাড়িতে হয়রানীমুলক তল্লাসীর নিন্দা

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা- জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সহ-সভাপতি, সিলেট জেলা যুবদলের সভাপতি ও সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম.এ মান্নান এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন ও ও গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা কামাল উদ্দিন এক যুুক্ত বিবৃতিতে যুক্তরাজ্য প্রবাসী ও গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা আশাক উদ্দিন আহমদ ও তার পরিবারের উপর দায়ের করা মিথ্যা মামলা ও বাড়ীতে হয়রানীমূলক তল্লাশীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হয়রানি, মামলা, গ্রেফতার, নির্যাতন চালিয়ে চলমান গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না। নেতৃবৃন্দ অবিলম্বে যুক্তরাজ্য প্রবাসী গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা আশাক উদ্দিন আহমদ ও তার পরিবারকে বিনা কারনে হয়রানি না করার জোর দাবী জানান। নেতৃবৃন্দ আরও বলেন, অবৈধ সরকারের সহযোগি হাতিয়ার হিসাবে আওয়ামী অঙ্গ সংগঠনের ন্যায় আইন শৃঙ্খলাবাহীনির কিছু অতি উৎসাহি সদস্য বেপরোয়া আচরণ করছে। জনগনের সেন্টিমেন্ট কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিরোধী মতামত দমনের নামে রাজনৈতিক নেতা কর্মীদের উপর গুলি, হামলা মামলা, তলাসীর নামে বাসা বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিয়ে পরিবারের সদস্যদের সাথে চরম অসদাচরণ করছে অতি উৎসাহি আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু সদস্য, যা নাগরিকের নূন্যতম সামাজিক আত্মমর্যাদার অধিকারকে খর্ব করে।

Exit mobile version