স্টাফ রিপোর্টার ; ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ নূনযীরুল মোহসেনীন মীম এর দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন জগন্নাথপুর প্রেসক্লাব নের্তৃবৃন্দ। সাবেক প্রতিমন্ত্রী যুগান্তর সম্পাদক সালমা ইসলাম এমপির সাথে ডাঃ মীমের অসদাচরণের প্রতিবাদে সোমবার বিকেলে ডাক বাংলারোডস্থ জগন্নাথপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি বাবু শংকর রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি সানোয়ার হাসান সুনু এর পরিচালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সহ-সভাপতি তাজউদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব, প্রেসক্লাব সদস্য ও জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক আলী আহমদ,মুসলিম জাহান প্রতিনিধি মাসুম আহমদ, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার আজহারুল হক ভূঁইয়া শিশু, আজিজুর রহমান, গোবিন্দ দে প্রমুখ। বক্তাগন সালমা ইসলাম এমপির মত সুুনামধন্য ও সন্মানিত ব্যক্তির সাথে দুনীতিবাজ ডাঃ নূনযীরুল মোহসেনীন মীম কর্তৃক অসাদাচারনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্ভে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।