জগন্নাথপুর২৪ ডেস্ক::
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একটি সামরিক কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ জন মারা গেছেন। জর্জিয়ার স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।
বিধ্বস্ত হওয়া ডব্লিউ সি-১৩০ উড়োজাহাজটি পুয়ের্তো রিকো এয়ার ন্যাশনাল গার্ডে প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হতো।
ব্রিগেডিয়ার জেনারেল ইসাবেলে রিভেরা সিএনএন’কে বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় ৯ জন মারা গেছেন। নিহতদের পরিবারের কথা চিন্তা করে এখনই আমরা তাদের নাম প্রকাশ করছি না।
উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় বিকট শব্দ করে বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
নিহতদের সবাই পুয়ের্তো রিকো এয়ার ন্যাশনাল গার্ডের বিমান বাহিনীর সদস্য ছিলেন। উড়োজাহাজটি ৫০ বছরের পুরনো ছিল।
এক টুইটে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
Leave a Reply