জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের এক শপিংমলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় শুক্রবার রাতে বুরলিংটনের ক্যাসকেড শপিংমলে এই ঘটনা ঘটে। সেখানকার পুলিশ কর্মকর্তা সার্জেন্ট মার্ক ফ্রানসিস এসব তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের।
পুলিশের মতে, গোলাগুলির পর উত্তর সিয়াটলের এই শহরের সব রাস্তাঘাট বন্ধ করে দেয়া হয়। বন্দুকধারীকে ধরতে বিভিন্ন জায়গায় তল্লাসি অভিযান চালানো হয়। শপিংমলের গোলাগুলি থেকে যারা বেচে গেছেন তাদেরকে বাসে করে নিরাপদ স্থানে নিয়ে যায় পুলিশ।
বন্দুকধারী একজন ছিলেন বলে পুলিশের ধারণা।