জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
নতুন করে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় তিনটি দেশের নাম যুক্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন যুক্ত হওয়া দেশগুলো হল- উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা ও চাদ। স্থানীয় সময় রোববার এক ঘোষণায় নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়। এর আগে যুক্তরাষ্ট্র ভ্রমণে কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নতুন এ তালিকায় রয়ে গেছে আগের নিষেধাজ্ঞা থাকা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন ও সোমালিয়া। তবে সুদানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, অতীতের ব্যর্থ নীতিগুলো অব্যাহত রাখতে পারব না আমরা। আমার সর্বোচ্চ বাধ্যবাধকতা হলো আমেরিকার জনগণের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়া। ভ্রমণের নতুন নিষেধাজ্ঞা জারির পর আমি সেটা করতে পেরেছি। অন্যদিকে, ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না ইরাকি নাগরিকরা। তবে তাঁদের কড়া নজরদারিতে রাখা হবে।
সূত্র: আলজাজিরা