Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যুক্তরাষ্ট্রে ভোটের প্রথম ফলাফল প্রকাশ

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রথম ফলাফল প্রকাশ হয়েছে নিউ হ্যাম্পশায়ারারের ছোট্ট শহর ডিক্সভিল নচে। এখানে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের পক্ষে তিনটি গিয়েছে। এদিকে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হ্যারিসের পক্ষেও তিনটি ভোট গিয়েছে। ফলে নির্বাচনের প্রথম ফলাফলে দুই প্রার্থীর মধ্যে টাই হয়েছে।

ডিক্সভিল নচে মধ্যরাতেই ভোটগ্রহণ শুরু হয়েছে। ফলে সেখানে দেশটির অন্যান্য স্থানের আগেই ফলাফলও প্রকাশ হয়ে গিয়েছে।

তবে হ্যাম্পশায়ারের অন্যান্য ভোটকেন্দ্রগুলো আমেরিকানদের ঘুম থেকে জেগে ওঠার আগে হবে না। অর্থাৎ সকাল হওয়ার আগ অবধি সেখানে ভোটগ্রহণ শুরু হবে না। নিয়ম অনুযায়ী স্থানীয় সময় বেলা ১১ টার মধ্যে হ্যাম্পশায়ারের অন্যান্য ভোটকেন্দ্রগুলো খুলে দিতে হবে।

নিউ হ্যাম্পশায়ারের উত্তর প্রান্তে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে অবস্থিত এই শহরটি। ১৯৬০ সাল থেকে মধ্যরাতে ভোট গ্রহণ করার ও এর ঠিক পরপরই ভোটিং পোল বন্ধ করা ঐতিহ্য প্রচলিত আছে এখানে।

এই শহরের মাত্র ছয়জন ভোটার ভোটগ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। যাদের মধ্যে চারজন রিপাবলিকান ভোটার ও বাকি দুইজন অঘোষিত ভোটার। তবে রিপাবলিকান ভোটার চারজন হওয়া সত্ত্বেও তার পক্ষে ভোট পড়েছে তিনটি।
সৌজন্যে প্রতিদিনের বাংলাদেশ

Exit mobile version