জগন্নাথপুর২৪ ডেস্ক::
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন প্রথম বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটির (আইজিইউ) উদ্বোধন করেছেন সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার ভার্জিনিয়ায় উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ থেকে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্রতি বছর প্রায় দুই কোটি টাকার শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। সেই সঙ্গে ড. আব্দুল মোমেনের নামে ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ে দুটি বৃত্তিও দেওয়া হবে।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে বাংলাদেশি মালিকানায় প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রবাসে বাংলা ভাষাভাষীদের জন্য অনন্য উদ্যোগ।
ইনোভেটিভ গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ বলেন, তার প্রতিষ্ঠিত পিপলএনটেক নামের আইটি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে সাত হাজার প্রবাসীকে ভালো বেতনে চাকরির ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়েও তিনি এ অভিজ্ঞতা কাজে লাগাবেন।
অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, আইজিইউ অধ্যাপক ড. মিখায়েল প্রমুখ বক্তব্য দেন।
এ বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি বিষয়ে মাস্টার্স ও সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স এবং ব্যাচেলর ডিগ্রিতে অধ্যয়নের সুযোগ রয়েছে। এ ছাড়া কম্পিউটার ও আইটি বিষয়ে বেশ কিছু সার্টিফিকেট কোর্স রয়েছে। শিগগিরই হেলথ কেয়ার, নার্সিং, ডেটা সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়েও বেশ কয়েকটি কোর্স চালুর পরিকল্পনা রয়েছে বলে প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানিয়েছেন।
সুত্র-সমকাল
Leave a Reply