জগন্নাথপুর২৪ ডেস্ক::২০১৬ সালের ১৩ই আগস্ট জোহরের নামাজ শেষে ঘরে ফেরার পথে অস্কার মোরেল (৩৭) নামে এক ব্যক্তির গুলিতে নিহত হন যুক্তরাষ্ট্রের কুইন্স এলাকার ওজোন পার্কের আল ফারুক মসজিদের ইমাম মাওলানা আকুঞ্জি (৫৫) ও সহকারী তারা উদ্দিন (৬৪)। নিহত দুই জনই ছিলেন বাংলাদেশী নাগরিক। হত্যাকান্ডের পরের দিন ১৪ই আগস্ট রাতে পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল। গতকাল বুধবার ৬ই জুন স্থানীয় সময় বিকেল ৩টার দিকে নিউইয়র্কের কুইন্স অপরাধ আদালতের বিচারক অস্কার মোরেলকে যাবজ্জীবন কারাদন্ডের রায় দেন।
মানবজমিন
Leave a Reply