জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে এক প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছেন। নিহতের নাম মো. মিজানুর রহমান রাসেল (৩৩)।
গত ১৭ জানুয়ারি ভোরে রাসেলের কর্মস্থল যুক্তরাষ্টের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের ভারমন্ড অ্যান্ড লসফেলিস সড়কের গ্যাস স্টেশনে তাঁকে গুলি করে হত্যা করা হয়।
মিজান শেভরন কোম্পানির ওই গ্যাসফিল্ডে ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। রাসেলকে গুলি করে দুর্বৃত্তরা ক্যাশে রক্ষিত টাকা লুট করে পালিয়ে যায়।
পুলিশ ও ফায়ার ব্রিগেডের লোকজন গুলিবিদ্ধ রাসেলকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লস অ্যাঞ্জেলস পুলিশের ডিটেকটিভ শাখা হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। এক সপ্তাহের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবে।
নিহত রাসেলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌধুরীপাড়ায়। আবদুর রফিক ও সুলতানা বেগমের একমাত্র ছেলে তিনি।
রাসেল ২০১৪ সালের ২৯ জুন স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্র যান। এর আগে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তিনি বিবিএ পাশ করেন।
Leave a Reply