জগন্নাথপুর২৪ ডেস্ক::
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় সোমবার দুপুরে একটি গ্রোসারি মার্কেটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন পুলিশ।
পুলিশ বলছে, এ ঘটনায় সন্দেহজনকভাবে এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ‘বন্দুকধারীও’ আহত হয়েছেন। তার সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, দুপুর আড়াইটার দিকে গ্রোসারি স্টোরে এক ব্যক্তি প্রবেশ করেন। এরপরই গুলি শুরু হয়। ২০ মিনিটের মধ্যে স্থানীয় পুলিশ টুইট করে জানায়, স্টোরটিতে বন্দুকধারী রয়েছেন। তিনি গুলি ছুড়ছেন। পরে এলাকাটি এড়িয়ে চলার জন্য লোকজনকে সতর্ক করা হয়।
Leave a Reply