জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। নিউ মেক্সিকো রাজ্য পুলিশের বরাত দিয়ে ফক্স নিউজ জানায়, আজটেক হাই স্কুলে হামলাকারীকে হত্যা করা হয়েছে। নিহতদের পরিবারকে হামলার খবর দেওয়া হয়েছে। এ ছাড়া আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পুলিশের পক্ষ থেকে হামলাকারী ও নিহত দুই ছাত্রের পরিচয় জানানো হয়নি।
Leave a Reply