Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যুক্তরাষ্ট্রে পানিতে ডুবে সিলেটী ছাত্রের মৃত্যু

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টা শহরে নদীতে ডুবে আদিল চৌধুরী (১৮)নামে এক বাংলাদেশি ছাত্রের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টা অনুসন্ধানের পর রাত সাড়ে ৮টায় তার লাশ উদ্ধার করে।নিহত আদিল চৌধুরী স্কুলের লেখাপড়া শেষে সম্প্রতি ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন।

আদিলের পৈত্রিক বাড়ি বাংলাদেশের সিলেটে। তার বাবা আলী চৌধুরী শেখর ও মা নানমতি চৌধুরী আটলান্টার শাম্বলি শহরে মেয়ে ইয়াসমিনকে নিয়ে বসবাস করেন।কোব কাউন্টি পুলিশের সার্জেন্ট ডানা পিয়েরস জানান, বুধবার আটলান্টার স্যান্ডি পয়েন্টের কাছে চাটাহুচি নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নদীতে ডুবে যান আদিল।

শুক্রবার দুপুরে লরেন্সভিল সিটির জর্জিয়া ইসলামিক সেন্টার মসজিদে আদিলের জানাজা অনুষ্ঠিত হয় বলে স্থানীয় সাংবাদিক রুমি কবীর জানান।জানাজা শেষে মসজিদের কবরস্থানেই আদিলকে দাফন করা হয়।
F

Exit mobile version