জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি নৈশ ক্লাবে গুলিতে একজন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন।
ওহাইওর সিনসিনাটির ওই নৈশ ক্লাবে রোববার দিনের প্রথম প্রহরের এ ঘটনায় অন্তত দুইজন বন্দুকধারী জড়িত বলে পুলিশের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।
এক টুইটার বার্তায় সিনসিনাটির সহকারী পুলিশ প্রধান পল নেউডিগেট জানিয়েছেন, হামলার ঘটনার সঙ্গে সন্ত্রাসীদের কোনও ধরনের যোগসূত্র আছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেছেন, এ ঘটনায় আহতদের মধ্যে অনেকেরই জীবনশঙ্কা রয়েছে।
বিবিসি বলছে, স্থানীয় সময় রাত ১টার দিকের এ ঘটনায় অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হন, এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটাপন্ন। হামলার সময় ঘটনাস্থলে কয়েকশত লোক ছিলেন।
ফ্লোরিডায় একটি সমকামী ক্লাবে হামলায় ৪৯ জন নিহতের ঘটনার প্রায় এক বছরেরও কম সময়ের মধ্যে এ হামলার ঘটনা ঘটল।