Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যুক্তরাষ্ট্রে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

জগন্নাথপুর২৪ ডেস্ক ::যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইস্ট নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন। রবিবার স্থানীয় সময় এ ঘটনা ঘটে। এতে আরো তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সিএনএন।

খবরে বলা হয়, হেলিকপ্টারটি ডুবে যাওয়ার পর পাইলট সেটি থেকে বের হয়ে যেতে সক্ষম হন। তবে তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ওই ঘটনার পর নাইগ্রো ও দমকল বাহিনীর কমিশনার জেমস ও’নিল রোববার সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।

নিউ ইয়র্ক দমকল বাহিনীর ফায়ার কমিশনার ড্যানিয়েলে নাইগ্রো বলেন, আমাদের উদ্ধার অভিযানে খুব কষ্টকর ছিল। কারণ ওই পাঁচজন আরোহী বেল্ট দ্বারা শক্ত করে বাধা ছিল। তাই তাদের বেল্ট কেটে বের করতে হয়েছে।

এদিকে কর্তৃপক্ষ বলছে, একটি ব্যক্তিগত ফটোশুটের জন্য লির্বাটি হেলিকপ্টারস নামের ওই কোম্পানির যান ভাড়া করা হয়েছিল। তারা বলছেন, হেলিকপ্টারটি ডুবে যাওয়ার আগে সেটি উল্টে যায়। দেখুন সেই ভিডিওটি-

Exit mobile version