জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উত্তর-পূর্বাঞ্চলের উপকূলে ক্যারিবিয়ান অংশ জুড়ে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ম্যাথিউ।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় আগাত হানে এ ঝড়টি।
শুক্রবার সন্ধ্যায় বয়ে যাওয়া এই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ মাইল। ঝড়ের সময় ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ফ্লোরিডার প্রায় এক মিলিয়ন গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে সরকারি কর্মকমিশন থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় ওই এলাকার প্রায় সহস্রাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। সেখানে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্স এ ঘটনায় ৩ জনের মৃত্যু হতে পারে বলে খবর দিলেও তা নিশ্চিত করেনি এনবিসি নিউজ।