যুক্তরাষ্ট্র প্রতিনিধি:: যুক্তরাষ্ট্রের আলোচিত মুসলিম বালক আহমেদকে এবার একগাদা প্রযুক্তি পণ্য উপহার দিয়ে চমকে দিয়েছে মাইক্রোসফট। গতকাল মাইক্রোসফট তার কাছে এই উপহারের প্যাকেজ পৌঁছে দেয়। এক টুইট বার্তায় এই তথ্য প্রকাশ করেছেন ডালাস কাউন্সিল অন অ্যামেরিকান-ইসলামিক রিলেশনস এর নিরবাই পরিচালক আলিয়া সেলিম। এখন পর্যন্ত আহমেদ যে কয়টি সাক্ষাৎকার দিয়েছে, তার সবকটিতেই উপস্থিত ছিলেন তিনি। মাইক্রোসফটের দেওয়া উপহারের তালিকায় আছে সারফেস প্রো ৩ ট্যাব, মাইক্রোসফট ব্যান্ড, অফিস ৩৬৫ সাবস্ক্রিপশন, থ্রিডি প্রিন্টার সহ আরও অনেক কিছু। উল্লেখ্য, নিজের তৈরি ঘড়ি নিয়ে স্কুলে যাওয়ার পর সেটিকে বোমা মনে করে আহমেদকে পুলিশের হাতে তুলে দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। পরবর্তীতে আসল ঘটনা জানতে পেরে পুলিশ তাকে মুক্তি দেয়। এঘটনায় যুক্তরাষ্ট্রে তোলপাড় সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে আমন্ত্রন জানিয়েছিলেন ওয়াইট হাউসে।
Leave a Reply