জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
শক্তিশালী কোস্টারিকাকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো পানামা। শেষ দিকে রোমান তোরেসের গোলে জয় নিশ্চিত করে পানামা। আর ত্রিনিদাদ ও টোবাগোর কাছে হেরে অনেকদিন পর বিশ্বকাপ খেলার যোগ্যতা হারালো যুক্তরাষ্ট্র। তারা প্লেঅফও খেলতে পারছে না। মধ্য ও উত্তর আমেরিকা অঞ্চল থেকে প্লেঅফ খেলবে হন্ডুরাস। তারা ৩-২ গোলে মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলো। মেক্সিকো আগেই বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছিল। প্লেঅফে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।