বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাজ্য আওয়ামীলীগ ডরসেট শাখার উদ্যোগে আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় l ডরসেট আওমীলীগের আহবায়ক জনাব সমুজ মিয়া’র সভাপতিত্বে ও সদস্য সচিব মান্না রায় এর উপস্থাপনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা জনাব আব্দুস শহীদ, জনাব মাহমুদ আলী, জনাব শাহাদৎ চৌধুরী, জনাব সিরাজ মিয়া, জনাব আব্দুল হক, জনাব মদরিছ আলী, আব্দুল রহিম খান, সাজিদুল ইসলাম প্রমুখ l সভার শুরুতে কোরান তিলাওত করেন আওয়ামীলীগ নেতা আব্দুল গাফ্ফার,বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আওয়ামীলীগ নেতা সেলিম খাঁন, আতিক চৌধুরী, শায়েক আহমেদ, মুরাদ রহমান, শরফ উদ্দিন, লন্ডন যান মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন আহমদ, লুৎফুর রহমান, সৈয়দ শিপন আহমেদ, আব্দুল আউয়াল, মো: রায়হান মিয়া, মো: বশির মিয়া, মো: হেলাল মিয়া, ডরসেট যুবলীগের আহবায়ক লতিব আলী, সদস্য সচিব সুমন শরীফ সহ আরো অনেকে l সভার দ্বিতীয় পর্বে নেতৃবৃন্দকে নিয়ে বিশাল কেক কাটা হয় l
প্রেস বিজ্ঞপ্তি