আমিনুল হক ওয়েছ যুক্তরাজ্য্র:: যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগের সভাপতি সায়েদ আহমদ সাদ ও সাধারন সম্পাদক মিয়া আক্তার হোসেন সানু মনোনীত হয়েছেন।গত ২৯ মার্চ পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগের কর্মী সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মোল্লা মোঃ আবু কাওসার ষোষনা দেন সায়েদ আহমদ সাদ সভাপতি ও মিয়া আক্তার হোসেন সানুকে সাধারন সম্পাদক। কেন্দ্রীয় এই নেতা বলেন বিগত কয়েক বছর যাবত যাদের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমরা আজ তাদের সটিক মূল্যায়ন করে গেলাম। যে বা যারা আমাদের আওয়ামীলীগের অঙ্গসংগঠনকে মনে প্রানে ভালবাসবে দলের জন্য কাজ করবে অবশ্যই সে সটিক মুল্যায়ন পাবে, আমাদের আ্ওয়ামী পরিবার স্বাধীনতার পক্ষের দল আমরা গনত্রান্তিক দল আমাদের মধ্যে শান্তি ধর্য্য বিরাজমান আমরা আমাদের পূর্ব পুরুষের পথে হাঠছি আমাদের উদেশ্য বাংলার মানুষকে শান্তি সমরীধীর পথ দেখানু, আমরা জনগনের জন্য কাজ করছি সার্থের জন্য নয় তাই আমার সকল কর্মী ভাইদের প্রতি আহবান থাকবে আগামীতেও সাদ এবং সানুর হাতকে শক্তিশালী করে যুক্তরাজ্য থেকে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনে শরিক তাকবেন। আপনাদের প্রতি আমার নিদের্শ থাকবে আমাদের মূল সংগঠন আ্ওয়ামীলীগের সাথে কাদে কাদ মিলিয়ে কাজ করবেন আপনাদের মাঝে আমাদের সর্বজন শ্রদ্বেয় আব্দুল গাফার চৌঃ, সুলতান মাহমুদ শরিফ, সৈয়দ সাজিদুর রহমান ফারুক ভাইসহ অনেক বষিয়ান নেতা রয়েছেন। । সায়েদ আহমদ সাদের সভাপতিত্বে ও সানু মিয়ার পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বষীয়ান সাংবাদিক কলামিস্ট জনাব আব্দুল গাফার চৌঃ মতবিনিয় সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আ্ওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ, সাধারন সম্পাদক সাজিদুর রহমান ফারুক, বিশেষ অতিথির বক্তব্যরাখেন বাংলাদেশ আ্ওয়ামী সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক স্পাদক আব্দুল আলিম, দপ্তর সম্পাদক সালে মোহাম্মদ টুটুল, সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আক্তারুজামান ভুঁয়া মিরন প্রমুখ্