গোবিন্দ দেব:: যুক্তরাজ্য রচডেল শহরের নব নির্বাচিত কাউন্সিলর জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরের কৃতি সন্তান সৈয়দ আলী আহমদ কে আলোকিত সমাজ কল্যাণ সংস্থা সৈয়দপুরর উদ্যোগে এক সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার বিকেলে স্থানীয় সৈয়দপুর বাজারে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ হাফিজ উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাজান্সীবাড়ী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল কর্ণেল(অবঃ) এম নাজমুল ইসলাম তাপাদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, লে কর্নেল অবঃ সৈয়দ আলী আহমদ। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য রচডেল শহরের নব নির্বাচিত কাউন্সিলর সৈয়দ আলী আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সৈয়দ মুহাদ্দিস আহমদ, সিলেট জজ কোর্টর এডিশনাল পিপি এডভোকেট সৈয়দ শামীম আহমদ, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দ মোসাব্বির আহমদ, বজলুর রহমান, মিজান আহমদ, সুজেল খান, সৈয়দ মোঃ আবিদ আহমদ, সৈয়দ সাব্বির আহমদ, সৈয়দ জিবান আলী, সৈয়দ জাবির আহমদ, ছলিম আহমদ প্রমুখ। সভায় আলোকিত সমাজ কল্যাণ সংস্থা সৈয়দপুরর পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সন্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। সংবর্ধিত অতিথির বক্তব্যে রচডেল শহরের কাউন্সিলর সৈয়দ আলী আহমদ বলেন, আমরা গর্বিত প্রবাসে গিয়ে বাঙ্গালীরা এখন নের্তৃত্ব দিচ্ছে। স্থানীয় জাতিয় সকল নির্বাচনে বাঙ্গালীদের জয় আমাদেরকে আরো এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। তিনি বলেন,মাতৃভূমির প্রতি ভালোবাসার তাগিদে আমরা বার বার দেশে ফিরে আসি। বাঙ্গালীরা ঐক্যবদ্ধভাবে প্রবাসে দেশের সুনাম অর্জন করছে। এধারাকে অব্যাহত রাখা গেলে প্রবাসের পাশাপাশি নিজ মাতৃভূমির কল্যাণেও আমরা কাজ করতে পারব।
Leave a Reply