Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যুক্তরাজ্য মিডলেন্ড আওয়ামীলীগ নেতা আকমল খানকে জগন্নাথপুর ছাত্রলীগের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:: যুক্তরাজ্য মিডলেন্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আকমল খান যুক্তরাজ্য থেকে জন্মভূমি জগন্নাথপুরে আগমন উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার দুপুরে সিলেট বিমানবন্দরে তাকে সংবর্ধনা দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা জগন্নাথপুরে নিয়ে আসেন। এসময় এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য মিডলেন্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আকমল খান, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম, সায়মন হোসেন রুমেন, অনন্ত গোপ,নাছির আহমদ, পাখি মিয়া,কামরুল ইসলাম,শায়েক খান, আব্দুল আলিম, ফিরোজ আলী, সজিব রায় দুর্জয়,জিন্নাহ আহমেদ,মল্লিক মনসুর প্রমুখ। উল্লেখ্য যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি আকমল খান জগন্নাথপুরের ইসাকপুর গ্রামের বাসিন্দা।

Exit mobile version