আমিনুল হক ওয়েছ::বঙ্গ আমার, জননী আমার, রুখবো আমরাই” শীর্ষক জঙ্গি বিরোধী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের ১৪ দলের সাথে যুক্তরাজ্য যুব মহিলা লীগের সংহতি প্রকাশ করে জঙ্গি বিরোধী সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয় এগারই জুলাই সোমবার লন্ডনের আলতাব আলী পার্কে l
অনুষ্ঠিত সমাবেশে যুক্তরাজ্য যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন পলিনের সভাপতিত্বে এবংযুক্তরাজ্য যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাজিয়া স্নিগ্ধার পরিচালনায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী , যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, লন্ডন মহানগর আওয়ামীলীগের ত্রান বিষয়ক সম্পাদক আব্দুর রহিম শামিম , যুবলীগের খিজির, ছাত্রলীগের কাজি জাবের, কবি সাংবাদিক তাজুল ইসলাম, যুক্তরাজ্য যুব মহিলা লীগের ফারহানা লিমান, শাহিন লীনা, মিতা কামড়ান, মুনমুন কর্মকার, মাহমুদা মনি, মিরা বড়ুয়া, নাসরিন আজিজ প্রমুখ।এবং মানব বন্ধনে অংশ নেন সকল স্তরের জনগন।
মাননীয় প্রধানমন্ত্রীর বক্ত্যব্যের সাথে এক মত পোষণ করে যুক্তরাজ্য যুব মহিলা লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রত্যেকের কথায় বেশ কয়েকটি বিষয় উঠে আসে তার মধ্যে উল্লেখ যোগ্য- বাংলাদের যখন মধ্যম আয়ের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সে সময় বাংলাদেশ সরকারকে অস্থিতিশীল করে দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।
বাংলাদেশের মতো উদার অসাম্প্রদায়িক দেশে এধরণের উগ্র জঙ্গি হামলা সবাইকে হতবাক করেছে। এধরণের জঙ্গি হামলার সাথে যারা জড়িত তারা দেশের খ্যাতনামা স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া কোমল মতি আমাদের সন্তান l তাদের এভাবে জঙ্গি হয়ে যাওয়ার পিছনে কারা, কিভাবে তাদের বিপথে নেয়া হচ্ছে, এসব বিষয়ের উপর মা-বাবার নজরদারি এবং সন্তানের প্রতি যত্নবান হওয়ার আহবান জানান
Leave a Reply