যুক্তরাজ্য প্রতিনিধি: যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের উদ্যোগে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা পুর্ব লন্ডনের একটি হলে অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি খালেদা মোস্তাক কোরেশীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুসলিমা শামস বন্নির পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ।তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট কালো রাত্রিতে জাতীর জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে খুনিরা বাঙ্গালী জাতীর কপালে যে কলঙ্কের কালি লেপন করেছে তা সারা জীবন আমাদেরকে বইতে হবে। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা কিন্তু আজ ও থেমে নেই। তাই আওয়ামীলীগের নেতাকর্মীদের আরও সতর্ক থাকতে হবে।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সহসভাপতি আন্জুম আরা বেগম অন্জু, হোসনে আরা মতিন, যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল আহমদ খান, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাজিয়া সুলতানা স্নিগ্ধা, যুক্তরাজ্য তরুণলীগের সভাপতি জুবায়ের আহমদ, আবদুল হান্নান, মুক্তিযোদ্ধা মজুমদার মিয়া, রাজিয়া রহমান প্রমুখ।
Leave a Reply